পোস্টগুলি

জানুয়ারী, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

লাইব্রেরি মানে বইয়ের দোকান : একটি প্রচলিত ভ্রান্ত ধারণা

ছবি
  লাইব্রেরি শব্দটি আমাদের কাছে বহুল পরিচিত ও প্রচলিত একটি শব্দ। আমরা সবাই এই শব্দটি ব্যবহার করি কিন্তু শব্দটির সঠিক অর্থ জানি না। সত্যি বলতে কী - লাইব্রেরি বলতে কোন প্রতিষ্ঠানগুলোকে বুঝায় বা এই প্রতিষ্ঠানগুলোর কাজ কী আমাদের অধিকাংশই তা জানি না। যার ফলে আমরা শব্দটির অপপ্রয়োগ করি। যেমন আমাদের সমাজে লাইব্রেরি বলতে এমন প্রতিষ্ঠানকে বুঝানো হয় যারা বই ও স্টেশনারি মালামাল কেনা-বেচা করে। আবার লাইব্রেরি বলতে অনেকে শিক্ষা প্রতিষ্ঠানের অফিসকক্ষও বুঝে থাকে। কেউ কেউ মনে করে কিছু বই একসাথে জমা করে রাখলেই সেটি লাইব্রেরি। অনেকে আবার আরও এক ধাপ এগিয়ে বই সংক্রান্ত যেকোন প্রতিষ্ঠানকেই লাইব্রেরি হিসেবে জানে। আসলে এর কোনটিই সঠিক নয়, এগুলো নিছক একটি ভুল ধারণা। লাইব্রেরি (Library) একটি ইংরেজী শব্দ বাংলায় যার আভিধানিক অর্থ হলো গ্রন্থাগার বা পাঠাগার। আর পরিভাষায়- যে প্রতিষ্ঠানগুলো ‍জ্ঞানের বিভিন্ন উৎস তথা বই, অভিধান, বিশ্বকোষ, সংবাদপত্র, সাময়িকী, প্রতিবেদন, ছবি, ম্যাপ, প্রামাণ্যচিত্র ইত্যাদি সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ করে এবং সেবাগ্রহীতাদের জন্য পাঠ-সুবিধা, ধার, গবেষণা, রেফারেন্স, Indexing, Ab